
বিসমিল্লাহির রাহমানির রাহীম
প্রতিযোগিতামূলক বিশ্বে সত্যিকার মানুষ হিসাবে টিকে থাকার অন্যতম হাতিয়ার হচ্ছে শিক্ষা। বিশ্বায়নের এ যুগে গতানুগতিক শিক্ষার বিপরীতে আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষা আজ সময়ের দাবী অত্যাধুনিক শিক্ষা উপকরণের মাধ্যমে শিক্ষাদানে ছাত্র/ ছাত্রীরা যেমন পড়ালেখা সহজে আত্মস্থ করতে পারে, তেমনি শিক্ষকেরাও ছাত্র/ছাত্রীদের মনোভাব সহজেই বুঝতে পারে। প্রযুক্তির এই যুগে আমাদের সন্তানদের প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত করা আমাদের নৈতিক দায়িত্ব। যাতে তারা বৈশ্বিক চ্যালেন্স মোকাবেলায় সক্ষম হয়। তাই শিক্ষার গুনগত পরিবর্তনের অঙ্গিকার নিয়ে ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয়ে “বালিগাঁও উচ্চ বিদ্যালয়” আধুনিক শিক্ষার উপকরণ, দক্ষ ম্যানেজিং কমিটি ও একঝাঁক মেধাবী শিক্ষকের সমন্বয়ে পরিচালিত এ বিদ্যালয়টি ছাত্র/ ছাত্রী ও অভিভাবক তথা এতদাঞ্চলের মানুষের স্বপ্ন বাস্তবায়নে সক্ষম হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। বালিগাঁওয়ের স্বনামধন্য শিক্ষাবিদদের পরামর্শ আমার পথের পাথেয়। সকল স্তরের ছাত্র/ ছাত্রীদের মেধার বিকাশ ঘটানোর লক্ষ্যে গ্রুপ ভিত্তিক পাঠদানে আমরা একটি জ্ঞান ও প্রযুক্তিভিক্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারবো। এই আমাদের প্রত্যাশা, আল্লাহ আমাদের সহায় হোন।
জনাব মোঃ সিরাজুল ইসলাম
প্রধান শিক্ষক
বালিগাঁও উচ্চ বিদ্যালয়।